বার্ষিক পরীক্ষা-২০২৩ সংক্রান্ত বিজ্ঞপ্তি
বার্ষিক পরীক্ষা-২০২৩ সংক্রান্ত বিজ্ঞপ্তি
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ
বিষয় : অভিন্ন প্রশ্নপত্রের আলোকে বার্ষিক পরীক্ষা-২০২৩ গ্রহণ প্রসঙ্গে।
সালাম বাদ- এতদ্বারা ‘হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড’ অধিভুক্ত প্রতিষ্ঠান প্রধানগণ ও সংশ্লিষ্ট সকলকে আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, অত্র শিক্ষা বোর্ড অভিন্ন প্রশ্নপত্রের আলোকে ১ম-৯ম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ২০২৩ গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আল-হামদুলিল্লাহ!
এক্ষণে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য প্রশ্ন গ্রহণেচ্ছু প্রতিষ্ঠান প্রধানগণকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর দ্রুত যোগাযোগের জন্য অনুরোধ করা হল।
শর্ত ও নিয়মাবলী :
১. প্রতিষ্ঠান ও প্রধানের নাম, ঠিকানা :
২. প্রতিষ্ঠানের কোড নং :
৩. পরীক্ষা বিষয়ক প্রধানের নাম ও মোবাইল নম্বর :
৪. বোর্ড-এর কেন্দ্রীয় দফতরে বার্ষিক সর্বশেষ সেশন ফী জমা দেওয়া আছে কি-না? (হ্যাঁ/না)
৫. প্রশ্নপত্রের জন্য রেজিস্ট্রেশন করার সময় : ২রা সেপ্টেম্বর ২০২৩ থেকে ২৫শে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। বোর্ড কর্তৃক সরবরাহকৃত আবেদন ফরমটি পূরণ করে উলেখিত পদ্ধতিতে আপনার প্রশ্নের চাহিদাপত্র অনলাইনে অথবা ডাকযোগে অথবা সরাসরি প্রেরণ করতে হবে। যোগাযোগের তারিখ : ২রা সেপ্টেম্বর ২০২৩ থেকে ৩০শে সেপ্টেম্বর ২০২৩, প্রতিদিন সকাল ৯-টা থেকে দুপুর ১-টা পর্যন্ত।
৬. প্রশ্নপত্রের সার্ভিস চার্জ :
(১) ১ম শ্রেণীর জন্য ৬০০ টাকা। (২) ২য় শ্রেণীর জন্য ৬০০ টাকা।
(৩) ৩য় শ্রেণীর জন্য ৬০০ টাকা। (৪) ৪র্থ শ্রেণীর জন্য ৬০০ টাকা।
(৫) ৫ম শ্রেণীর জন্য ৬০০ টাকা। (৬) ৬ষ্ঠ শ্রেণীর জন্য ৭০০ টাকা।
(৭) ৭ম শ্রেণীর জন্য ৭০০ টাকা। (৮) ৮ম শ্রেণীর জন্য ৮০০ টাকা।
(৯) ৯ম শ্রেণীর জন্য ৮০০ টাকা।
(ক) ইবতেদায়ী ১ম-৫ম শ্রেণী ২৫০০/- (খ) ৬ষ্ঠ-৯ম শ্রেণী ২৫০০/-
(গ) ১ম-৯ম শ্রেণী ৫৫০০/-
উলেখ্য কোন ক্লাসের শিক্ষার্থী সংখ্যা ৫০ জনের অধিক হলে ক্লাস প্রতি অতিরিক্ত ২০০ টাকা প্রদান করতে হবে।
* অর্থ প্রেরণের জন্য ব্যাংক হিসাব নম্বর : এসএনডি ০০৭১২২০০০০৭৫৩, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রাজশাহী শাখা। বিকাশ নং ০১৭৫৩-৯৭৬৭৮৭ (পার্সোনাল)।
৭. পরীক্ষার প্রশ্ন হবে অত্র বোর্ডের পাঠ্যতালিকা ও পাঠ-পরিকল্পনা ২০২৩ (৩টি পরীক্ষার), ৯ম শ্রেণীর পাঠ-পরিকল্পনা ২০২২ অনুযায়ী এবং সম্পূর্ণ বই।
৮. পরীক্ষার সময়সূচী ও রুটিন :
পরীক্ষার রুটিন ও সময়সূচী যথাসময়ে অত্র বোর্ডের ফেইসবুক পেইজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ডাক যোগে প্রদান করা হবে।
* উলেখ্য, জাতীয় নির্বাচন সংক্রান্ত কারণে সরকারী নির্দেশনা মোতাবেক ৩০শে নভেম্বর ’২৩-এর মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষ করার কথা বলা হয়েছে। সেজন্য অত্র বোর্ডের সকল প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকগণকে অক্টোররে মধ্যে পাঠ্যক্রম শেষ করার জন্য বলা হচ্ছে। তবে কোন প্রতিবন্ধকতা না থাকলে ডিসেম্বর ’২৩ থেকে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে ইনশাআল্লাহ! সুতরাং বিষয়টির প্রতি সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
যোগাযোগ : (ড. নূরুল ইসলাম)
রবীউল ইসলাম, সদস্য, পরীক্ষা কমিটি পরীক্ষা নিয়ন্ত্রক
হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড
০১৭৩০-৭৫২০৫০, ০১৭৫৩-৯৭৬৭৮৭ ০১৭১৭-৮৬৫২১৯